Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

* নাগরিক সেবা:

১. উন্নত পদ্ধতিতে মাছ ও চিংড়ি চাষ এবং অন্যান্য জলজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক লাগসই প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ প্রদান।

২. মৎস্যচাষ বিষয়ক পুস্তক, পুস্তিকা, খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ সামগ্রি ম্যানুয়েল, বার্ষিক প্রতিবেদন ইত্যাদি প্রণয়ন ও বিতরণ;

৩. মৎস্যখাদ্য আইন, ২০১০ ও মৎস্যখাদ্য বিধিমালা, ২০১১ মোতাবেক লাইসেন্স প্রাপ্তিতে সহায়তা প্রদান

৪. মৎস্য হ্যাচারি আইন' ২০১০ ও মৎস্য হ্যাচারি বিধিমালা' ২০১১ বাস্তবায়নে সহায়তা প্রদান

৫. উপজেলা পরিষদ কর্তৃক বিভিন্ন দায়িত্ব পালন ও বিভিন্ন অফিসের সাথে সমন্বয় সাধন ও উপজেলা পরিষদের অর্থায়নে মৎস্য বিষয়ক কর্মকান্ড সম্পাদন।


প্রাতিষ্ঠানিক সেবা:

১. বিভিন্ন দপ্তরে মৎস্য বিষয়ক তথ্যাদি বিনিময়

 ২. পুরস্কার প্রদানে মনোনয়ন দান ও কমিটির সভায় যোগদান

 ৩. মোবাইল কোর্ট বাস্তবায়ন ও 

 ৪. প্রশিক্ষণ

 ৫. ঋন প্রাপ্তিতে সহায়তা