Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ প্রতি বছরের ন্যায় এবছরও আগামী ২৪ জুলাই ২০২৩ খ্রি. হতে ৩০ জুলাই ২০২৩ খ্রি. পর্যন্ত সপ্তাহব্যাপী উদযাপিত হতে যাচ্ছে ,মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।”


সেবার তালিকা

* নাগরিক সেবা:

১. উন্নত পদ্ধতিতে মাছ ও চিংড়ি চাষ এবং অন্যান্য জলজ সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক লাগসই প্রযুক্তি সম্পর্কিত পরামর্শ প্রদান।

২. মৎস্যচাষ বিষয়ক পুস্তক, পুস্তিকা, খামার পরিচালনার জন্য প্রশিক্ষণ সামগ্রি ম্যানুয়েল, বার্ষিক প্রতিবেদন ইত্যাদি প্রণয়ন ও বিতরণ;

৩. মৎস্যখাদ্য আইন, ২০১০ ও মৎস্যখাদ্য বিধিমালা, ২০১১ মোতাবেক লাইসেন্স প্রাপ্তিতে সহায়তা প্রদান

৪. মৎস্য হ্যাচারি আইন' ২০১০ ও মৎস্য হ্যাচারি বিধিমালা' ২০১১ বাস্তবায়নে সহায়তা প্রদান

৫. উপজেলা পরিষদ কর্তৃক বিভিন্ন দায়িত্ব পালন ও বিভিন্ন অফিসের সাথে সমন্বয় সাধন ও উপজেলা পরিষদের অর্থায়নে মৎস্য বিষয়ক কর্মকান্ড সম্পাদন।


প্রাতিষ্ঠানিক সেবা:

১. বিভিন্ন দপ্তরে মৎস্য বিষয়ক তথ্যাদি বিনিময়

 ২. পুরস্কার প্রদানে মনোনয়ন দান ও কমিটির সভায় যোগদান

 ৩. মোবাইল কোর্ট বাস্তবায়ন ও 

 ৪. প্রশিক্ষণ

 ৫. ঋন প্রাপ্তিতে সহায়তা